অনলাইন মৃত্যু নিবন্ধন যাচাই ও মৃত্যু সনদ ডাউনলোড

আসসালামু আলাইকুম, প্রিয় দরিদ্র আইটি কমিউনিটি কেমন আছেন সবাই..? আশা করছি সকলেই ভালো আছেন, আমাদের আজকের আর্টিকেলের মূল বিষয় মৃত্যু নিবন্ধন সনদ। এই মৃত্যু নিবন্ধন সনদ পেতে আমাদের অনেক ধরনের ভোগান্তির শিকার হতে হয় অনেক সময়। এবং বিভিন্ন অফিস ঘোরাঘুরি করেও এই সনদ পেতে অনেক অর্থ খরচ করতে হয়। অনেক সময় মাসের পর মাস দিনের পর দিন সময় লেগে যায় এই সনদ টি হাতে পেতে। এবং অনেকেই জানেন না কিভাবে মৃত্যু নিবন্ধন সনদ করতে হয়,

জন্ম ও মৃত্যু নিবন্ধন


তাই এই আর্টিকেলটিতে আমরা আপনাদের জানাবো কিভাবে খুব সহজে মৃত্যু নিবন্ধন করবেন এবং অনলাইন থেকে কিভাবে মৃত্যু নিবন্ধন সনদ ডাউনলোড করবেন এর বিস্তারিত। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ অনুযায়ী প্রত্যেক নাগরিকের জন্ম ও মৃত্যু নিবন্ধন বাধ্যতামূল। বর্তমানে জন্ম ও মৃত্যু নিবন্ধন অনলাইন থাকায় তা যেকোনো মুহূর্তে অনলাইনে চেক করা এবং অনলাইন থেকে ডাউনলোড করা যায়।

মৃত্যু নিবন্ধন সনদ

ইউনিয়ন পরিষদের মৃত্যু সনদ হচ্ছে সরকার কর্তৃক প্রদত্ত কোন ব্যক্তির মৃত্যু সনদ। মৃত ব্যক্তির নাম, মৃত্যুর তারিখ, মৃত্যুর স্থান, লিঙ্গ, পিতা বা মাতা বা স্বামী অথবা স্ত্রীর নাম অনলাইন ডাটাবেইজে এন্ট্রি করে মৃত্যু নিবন্ধন করা হয়। এই নিবন্ধনের প্রমাণস্বরুপ নির্দিষ্ট ফরমেটে অনলাইনভিত্তিক একটি ডিজিটাল মৃত্যু সনদ প্রদান করা হয়। ইউনিয়ন পরিষদের মৃত্যু সনদ মৃত ব্যক্তির ওয়ারিশদের বিভিন্ন জরুরী কাজে লাগে, যেমন মৃত ব্যক্তির সম্পদের উত্তরাধিকার ও আইনগত ডকুমেন্ট হিসেবে এটি অত্যন্ত জরুরী একটি ডকুমেন্ট। মৃত ব্যক্তির ওয়ারিশ/ওয়ারিশগণ যথা নিয়মে অনলাইনে আবেদন করে এই মৃত্যু সনদ সংগ্রহ করতে পারবেন।

মৃত্যু সনদ কিভাবে করবো

মৃত্যু সনদ করার জন্য মৃত ব্যক্তির জন্ম নিবন্ধন নাম্বর ও জাতীয় পরিচয় পত্রের তথ্য সহ অন্যান্য সকল প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনে মৃত্যু নিবন্ধনের আবেদন করতে হবে। আবেদন অনুমোদন হলেই মৃত্যু সনদ পাওয়া যাবে।

মৃত্যু সনদ কোথায় পাওয়া যায়?

মৃত্যু সনদ প্রদান করা হয় স্থানীয় সরকার অফিস ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ও বিদেশে অবস্থানরত শ্রমিকদের মৃত্যু নিবন্ধন পাওয়া যায় বিদেশে অবস্থানরত বাংলাদেশী হাই কমিশন থেকে।

মৃত্যু সনদ করতে কি কি লাগে

মৃত্যু সনদ করতে মৃত ব্যক্তির অনলাইন জন্ম নিবন্ধন নাম্বর, স্বামী/স্ত্রীর নাম, জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন নাম্বর, আবেদনকারী ওয়ারিশের নাম, জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন নম্বর প্রয়োজন হবে।

অনলাইনে মৃত্যু নিবন্ধন যাচাই

মৃত্যু সনদ যাচাই করার জন্য আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে Google Chrome ব্রাউজার ওপেন করে, Chrome ব্রাউজার থেকে ভিজিট করুন, everify.bdris.gov.bd ওয়েবসাইটে। এখানে Click here to verify death record অপশনে ক্লিক করুন। ইউনিয়ন পরিষদ কর্তৃক মৃত ব্যক্তির ১৭ ডিজিটের মৃত্যু নিবন্ধন নম্বরটি লিখুন ও মৃত্যুর তারিখ সিলেক্ট করুন। সবশেষে, ক্যাপচা পূরণ করে Search বাটনে ক্লিক করলে মৃত্যু নিবন্ধন তথ্য দেখতে পাবেন।

অনলাইনে মৃত ব্যক্তির মৃত্যু সনদ যাচাই করতে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন।

  • ভিজিট করুন, এই লিংকে- মৃত্যু সনদ যাচাই অথবা, everify.bdris.gov.bd এই সাইটে যান এবং উপরে বা ডান পাশ থেকে Click here to verify death record এই অপশনে ক্লিক করুন।
  • 17 ডিজিটের মৃত্যু নিবন্ধন নম্বরটি ইংরেজিতে লিখুন।
  • মৃত্যুর তারিখ বাছাই করুন অথবা এই ফরমেটে লিখুন- (YYYY-MM-DD)
  • ক্যাপচার (গাণিতিক সমস্যা) উত্তরটি নিচের বক্সে লিখুন এবং Search বাটনে ক্লিক করুন।
  • তথ্য ঠিক থাকলে পরবর্তী পেইজে মৃত ব্যক্তির তথ্য দেখতে পাবেন।

মৃত্যু সনদ ডাউনলোড

মৃত্যু নিবন্ধন নম্বর ও মৃত্যুর তারিখ দিয়ে Search করার পর, মৃত্যু সনদের যে তথ্যগুলো দেখতে পারবেন। এই পেইজটির প্রিন্ট কপি সংগ্রহ করে মৃত্যু সনদের অনলাইন কপি হিসেবে ব্যবহার করতে পারবেন।

আপনার কম্পিউটারে প্রিন্টার না থাকলে, Print to PDF অপশন থেকে PDF ফাইল হিসেবে অনলাইন মৃত্যু নিবন্ধন সনদটি ডাউনলোড করতে পারবেন। পরবর্তীতে যে কোন স্টুডিওতে গিয়ে সেটি প্রিন্ট করে নিতে পারবেন। 

এই আর্টিকেলের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহীত, কোন তথ্য ভুল থাকলে বা না বুঝে থাকলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আমরা তা সংশোধন করার চেষ্টা করবো।

Post a Comment

0 Comments