আমরা অনেকেই এন্ড্রয়েড ফোনে বিভিন্ন ছবির মধ্যে লেখা অ্যাড করে থাকি। অনেক সময় বাংলা লিখতে গিয়ে গতানুগতিক যে ফ্রন্ট থাকে সেটি দেখতে অতটা সুন্দর না হওয়া আমরা বিভিন্ন প্রকার স্টাইলিশ বাংলা ফ্রন্ট ব্যবহার করতে চাই বাংলা ফ্রন্ট ব্যবহার করতে হলে যে বিষয় গুলো ফলো করতে হবে এবং যে ফ্রন্ট গুলো ডাউনলোড করে নিতে হবে তার লিঙ্ক নিম্নে দেয়া হল।
Bangla Stylish fonts
প্রথমে আপনাকে বাংলা স্টাইলিশ ফন্ট গুলো ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর একটি জিপ ফাইল দেখতে পাবেন যেটার নাম লেখা থাকবে ফ্রন্ট। জিপ ফাইল টাকে এক্সট্র্যাক্ট করার পর সেখানে ২৩+ বাংলা ফ্রন্ট দেখতে পাবেন।
এবার আপনি কোন অ্যাপসে ব্যবহার করতে চাচ্ছেন সেটার উপর নির্ভর করবে আপনার বাকি সেটিংস। যে অ্যাপস গুলো দিয়ে বাংলা স্টাইলিশ ফ্রন্টের লেখাগুলো লিখতে পারবেন তা হলো। Pixllad PicsArt
Pixllad এ কিভাবে বাংলা স্টাইলিশ ফ্রন্ট গুলো দিয়ে আপনার পছন্দের লেখাগুলো লিখবেন তা নিম্নে স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দেবো। প্রথমে এখান থেকে এই Pixllad অ্যাপস টি ডাউনলোড করে নিন।
Pixellab App
অ্যাপসটি ইন্সটল হয়ে গেলে ওপেন করলে প্রথমে আপনি যে এই ইমেজটি তে লেখা লিখতে চান সেই ফটো টি সিলেক্ট করে তার উপর টেক্সট অপশনে ক্লিক করুন।
এরপর টেক্সট লিখুন লেখা হয়ে গেলে ফ্রন্ট অপশনে ক্লিক করুন ফ্রন্ট অপশনে my front নামে একটি অপশন রয়েছে সেখানে ফ্রন্ট অ্যাড নামে একটি অপশন রয়েছে সেখান থেকে ফ্রন্ট এন্ড নামে অপশনটিতে ক্লিক করে আপনি যে ফোল্ডারে ফ্রন্ট গুলো রাখছেন সেগুলো সিলেক্ট করে নিন এড হয়ে যাবে এরপর আপনি যে এই ফ্রন্টটি ব্যবহার করতে চান সেটি সিলেক্ট করে দিলেই লেখার ধরন পরিবর্তন হয়ে যাবে।
Shorif Shishir Unicode Fonts
© সর্বস্বত্ব লিপিঘর ফন্ট ফাউন্ড্রি দ্বারা সংরক্ষিত।
0 Comments