ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড | প্রবাসীদের কল্যানে

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কি এবং কেন.?

বাংলাদেশ সরকার ১৯৯০ সালে অভিবাসী কর্মীদের সেবা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বিএমইটি’র অধীনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রতিষ্ঠা করে। উচ্চ পর্যায়ের আন্তঃ মন্ত্রণালয় প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত পরিচালনা বোর্ডেও মাধ্যমে এই তহবিল পরিচালিত হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে , স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বিএমইটি এবং বায়রা-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে এ বোর্ড গঠিত হয়েছে।

বহির্গমন বিধিমালা, ২০০২-এর ২০ ধারা অনুযায়ী প্রত্যেক অভিবাসী কর্মী বাধ্যতামূলকভাবে সরকার নির্ধারিত নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে, যা দ্বারা সরকার কল্যাণ তহবিল গঠন করেছে। ‘ওয়েজআর্নার্স কল্যাণ তহবিল বোর্ড’ একটি পরিচালনা বোর্ড দ্বারা পরিচালিত হয়। অভিবাসী কর্মী ও তাঁর পরিবারকে এ তহবিল হতে সহায়ত প্রদান করা হয়।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কি এবং কেন.?

কল্যাণ বোর্ডের আয়ের উৎস

বিদেশগামী কর্মীদের নিকট হতে প্রাপ্ত কল্যাণফি,
বিদেশস্থ মিশনসমূহে প্রদত্ত কনস্যুলার ফি-এর উপর ১০% সারচার্জ,
চাহিদাপত্র/ভিসা সত্যায়নফি,
প্রবাসীকল্যাণ ভবনের ভাড়াএবং
বভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ হতে প্রাপ্ত সুদ/লাভ হতে প্রাপ্ত অর্থ।
 

ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল হতে প্রদত্ত সেবাসমূহ

  • বিদেশগামী কর্মীদেও সংশ্লিষ্ট দেশের আইন, সংস্কৃতি, ভাষা ইত্যাদি বিষয়ে ব্রিফিং প্রদান
  • বিমান বন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কেও মাধ্যমে বিদেশ গমন ও প্রত্যাবর্তনে সহায়তা প্রদান
  • প্রবাসী কর্মীদেরআইনগত সহায়তা প্রদান
  • প্রবাসে আটকে পড়া কর্মীদের দেশে ফেরত আনয়নে সহযোগিতা প্রদান
  • দুর্ঘটনায় আহত ও অসুস্থ প্রবাসী কর্মীকে আর্থিক সাহায্য প্রদান
  • প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীও মৃতদেহ দেশে ফেরত আনা ও দাফনে আর্থিক সহায়তা প্রদান
  • প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীর পরিবারকে ৩ লক্ষ টাকাআর্থিক অনুদানপ্রদান মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায়ে সহযোগিতা প্রদান
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ( প্রতিষ্ঠার ২৫ বছর (স্মরণিকা )
প্রবাসী কর্মীও সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশীপ গ্রহণকারীগণ নিম্নবর্নিত সুযোগ-সুবিধা প্রাপ্ত হবে।

  • কার্ডধারী প্রবাসে মৃত্যুবরণ করলে মৃতদেহ দেশে প্রেরণে সহায়তা প্রদান;
  • বৈধভাবে বিদেশ গমনকারী মৃত কর্মীর পরিবারকে ৩.০০(তিন) লক্ষ টাকা এককালীন আর্থিক অনুদান প্রদান;
  • বিদেশ ফেরত অসুস্থ ও মৃত কর্মীদের পরিবহনের জন্য বিমানবন্দর হতে এ্যাম্বুলেন্স সেবা প্রদান;
  • বিমানবন্দর হতে মৃতের স্বজনদের নিকট মৃতদেহ পরিবহন ও দাফন খরচ বাবদ নগদ ৩৫,০০০/-(পঁয়ত্রিশ হাজার টাকা) সহায়তা প্রদান;
  • বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহের শ্রম কল্যাণ উইং এর মাধ্যমে প্রবাসী কর্মীদের আইনগত সহায়তা প্রদান;
  • অসুস্থ ও বিপদগ্রস্থ প্রবাসীদের দেশে প্রত্যাবর্তনে সহায়তা প্রদান;
  • প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে ঋণ প্রদান;
  • দেশে অধ্যয়নরত প্রবাসীর সন্তানদের শিক্ষাবৃত্তি ও উচ্চ শিক্ষায় সহায়তা প্রদান;
  • দেশে প্রবাসী ও তাঁর পরিবারকে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সহায়তা প্রদান;

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশীপ পাওয়ার প্রক্রিয়াঃ

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইটে (www.wewb.gov.bd) সদস্য নিবন্ধন আইকনে ক্লিক করে অনলাইনে সকল তথ্য দিয়ে আবেদন করা যাবে। অনলাইনে করা আবেদনপত্রটি প্রিন্ট করে, পাসর্পোট, ভিসা/ ওর্য়াক পারমিট এর কপি এবং ফি জমা প্রদানের প্রমানপত্র এবং ফেরত খামসহ সহ বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরার ঠিকানায় প্রেরণ করতে হবে।

ফি জমা প্রদানের নিয়ম

(১) পোষ্টাল মানি ওর্ডার/ বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরার অনুকুলে ইস্যূকৃত ব্যাংক চেক / EFTPOS(শুধুমাত্র হাইকমিশনে প্রযোজ্য) অথবা

(২) সরাসরি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার এর মাধ্যমে

Account Name: Bangladesh High Commission
BSB: 032719
Account No: 178168
Bank Name: Westpac

সুত্র : বাংলাদেশ হাই কমিশন।

Post a Comment

0 Comments